পিচ ঢালাই দিয়ে ফাটল মুছে কিশোরগঞ্জের তাড়াইলের বেতাই সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের বেতাই নদীর উপর নির্মিত সেতুটির শুভ উদ্বোধন করেন তাড়াইল-করিমগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মুজিবুল হক চুন্নু এমপি। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ আলী খান, তাড়াইল উপজেলা চেয়ারম্যন মোঃ জহিরুল ইসলাম ভুইয়া শাহীন প্রমুখ।
বেতাই সেতু পুণঃনির্মাণের দাবীতে গত বুধবার মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। তালজাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা সফর উদ্দিন ভূইয়া, ছফির উদ্দিন, মোবারক হোসেন খান, মুসলেম উদ্দীন কাঞ্চন, শফিকুল ইসলাম, যুবলীগ নেতা শরিফ খান, সাইকুল ইসলাম, বাবুল ভূইয়া, মাখদুম সাত্তার রুবেল, মুছলেহ উদ্দিন, বাবুল, শফিক, মোজাম্মেল খান, সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন।
তালজাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন জুয়েল বলেন, ‘ বেতাই নদীর উপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে বর্তমান জনবান্ধব সরকার বেতাই নদীর উপর ‘বেতাই সেতু’ নির্মাণে প্রকল্প হাতে নেয়। নির্মাণের শুরুতেই নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করার প্রদিবাদ জানিয়ে আসছিলো এলাকাবাসী। এলাকাবাসীর দাবী তোয়াক্কা না করে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান তড়িঘড়ি করে নির্মাণ কাজ শেষ করে। তিনি অভিযোগের সুরে বলেন জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগেই বেশ কয়েক স্থানে ফাটল দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী প্রতিবাদে ফুঁসে ওঠে। ঠিকাদারি প্রতিষ্ঠান ফাটলের স্থানে পিচ দিয়ে ঢেকে দেন। এ ঘটনার প্রতিবাদে আমরা মানববন্ধন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেতুটির পুণঃমেরামতের দাবী জানাই। এরইমধ্যে শনিবার তাড়াইল-করিমগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মুজিবুল হক চুন্নু এমপি সেতুটির উদ্বোধন করে ফেলায় এলাকাবাসী বিস্মিত!
এ বিষয়ে কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ আলী খানের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত বেতাই উপর নির্মিনাধীন সেতুটি ২০১৭ সালের ২ ডিসেম্বর তারিখে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যডঃ মুজিবুল হক চুন্নু। সম্প্রতি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগেই বেশ কয়েক স্থানে ফাটল দেখা দেয়ায় এলাকাবাসী প্রতিবাদে ফুঁসে ওঠে। বিষয়টি জাতীয় ও স্থানীয় পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হলে ফাটলের স্থানে পিচ দিয়ে পুরো ব্রীজ ঢেকে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা মানববন্ধন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেতুটির পুণঃমেরামতের দাবী জানান।
স্থানীয় এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে নিম্নমানের কাজের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।