বিনাদোষে দেড় মাস কারাভোগের পর মুক্তি পেয়ে এখনও নিজের বাড়ি ফেরেননি রাজশাহী নগরীর ডাব বিক্রেতা সজল মিয়া (৩৪)। গত ১২ জুন রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি জেলার পবা উপজেলার ভুগরইল গ্রামে বোনের বাড়িতে অবস্থান করছেন। আর আসামি না হওয়া সত্বেও সজলকে কেন গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল তার ব্যাখ্যা জানাতে আদালত সাত দিন সময় বেঁধে আদেশ দিয়েছেন রাজশাহী নগরীর শাহ মখদুম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজকে।
যথা সময়েই আদালতের কাছে ঘটনার ব্যাখ্যা দেয়া হবে উল্লেখ করে রোববার (১৬ জুন) বিকালে ওসি মাসুদ পারভেজ বলেন, ‘রোববার সকালে আদেশের সেই কপি পেয়েছি।’
আদালতে কী ব্যাখা দেবেন জানতে চাইলে ওসি বলেন, ‘এজাহার মতে আসামীর বাড়ি ফরিদপুর। কিন্তু মামলার পর থেকে আসামীসহ তার পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে থাকেনা। দশ বছর ধরে পলাতক রয়েছে এ আসামী। ফলে তাকে কিভাবে চিনব। এছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসাবে সজল গ্রেফতারের পর মামলার দুই সাক্ষী তাকে শনাক্ত করেন। এভিডেভিটের মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত করেন। এরপর সেই এভিডেভিটসহ সজলকে আদালতে তোলা হয়। আদালত সবকিছু অবহিত হয়েই তাকে কারাগারে পাঠান। তারপরেও যে প্রকৃত আসামি সজল নয়, এটা আমি সে সময় কিভাবে বুঝতে পারতাম। সনাক্তের সকল প্রক্রিয়া সম্পন্ন করেই আমি সজলকে আদালতে সোপর্দ করেছিলাম। কিন্তু সনাক্তকারীরা যদি ভুল করে সেক্ষেত্রে আমি কি করতে পারি!’
জানা গেছে, দিনমজুর সজল রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া মহল্লার তোফাজ উদ্দিনের ছেলে। তার বড় ভাই সেলিম ওরফে ফজল মামলার যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামী। গত ২০০৯ সালে মামলার রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক। এরপর মামলার স্বাক্ষী কতৃক সনাক্ত করার পর গত ৩০ এপ্রিল সজলকে গ্রেফতার করে আদালতে ফজল হিসেবে উপস্থাপন করে পুলিশ।
এরপর গত ২৬ মে আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতকে অবহিত করে নিজের মুক্তির আবেদন করেন সজল। গত ১২ মে শুনানি শেষে তথ্য-প্রমাণের ভিত্তিতে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (প্রথম) বিচারক মো. মনসুর আলম সজলকে মুক্তির আদেশ দেন। এরপর রাতেই তিনি কারাগার থেকে বের হন। কিন্তু তিনি এখনও বাড়ি ফেরেনি। তবে কেন ফেরেনি জানতে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সজলের বোন পিয়ারি বেওয়া জানান, ‘স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় তার বাড়ির পাশেই বাড়ি করে থাকতেন সজল। কেন বাড়ি ফিরছেন না সে বিষয়ে কিছু জানায়নি। সজল জেল থেকে বের হয়ে পবা উপজেলার ভুগরইল গ্রামে তার আরেক বোনের বাড়িতে রয়েছেন।’