বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণে নবাবগঞ্জ যুব মহিলালীগের সভাপতি ও মুক্তিযোদ্ধার সন্তান শিরিন আকতার নাসরিন সংবাদ সম্মেলন করেছেন। তিনি উপজেলার খয়েরগুনি গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর মেয়ে।গতকাল রবিবার দুপুরে নবাবগঞ্জ প্রেস ক্লাবে তিনি ওই সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন এস এস সি পাসের পর তার বিয়ে হয়। বিয়ের পর তিনি বি এ বিএড করেন। তার দুটি সন্তান আছে।সংসার ভালই চলছিল। গত ২০০৯ সাল থেকে তার স্বামী মানষিক রোগীতে পরিণত হয়। এরপর সংসারে ধ্বস নামতে থাকে। সংসারের প্রায় সব শেষ করে এখন নিঃস্ব প্রায়। সংসারের হাল ধরতে বিভিন্ন স্থানে চাকুরীর আবেদন করেন। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে চাকুরীর ব্যাপারে স্থানীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর সুপারিশও তার কোন কাজে আসে নাই।তিনি বর্তমানে মানষিক রোগী স্বামী ও ২ সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় তিনি তার এ অবস্থার প্রতি সহানুভ’তি চেয়ে প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।