ঝিনাইদহ কালীগঞ্জের থানা পুলিশ ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। রোববার সারাদিন বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালায়। এ সময় ওয়ারেন্টভুক্ত উপজেলার মধুপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৫২) ও চাপালী গ্রামের আবদুল লতিফের ছেলে শাহাবুদ্দিন (২৮) এছাড়াও নরেন্দ্রপুর গ্রামের সিরাজুল মল্লিকের ছেলে সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দীন মল্লিক (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।