বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধার মেয়ে হ্যাপি বগেমকে যৌতুকের জন্য রবিবার শারীরিক নির্যাতন করা হয়েছে। প্রথমে হ্যাপিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে গেলে বাধাঁ দেয় অভিযোগ পাওয়া গেছে স্বামীর ভাই সৈদয় সুজন এর বিরুদ্ধে। পরে হ্যাপিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত হ্যাপির ও তার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের মুক্তিযোদ্ধা ছত্তার তালুকদারের মেয়ে হ্যাপি বেগমকে প্রায় পনের বছর পূর্বে গৌরনদী উপজেলা দক্ষিণ গোবরধন গ্রামের ছিদ্দিক মীরের ছেলে সাগর মীরের সাথে সামাজিক ভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য হ্যাপিকে শারীরিক নির্যাতন করে আসছিল স্বামী ও তার পরিবারের লোকজন। পিতার বাড়ি থেকে টাকা নেয়ার জন্য চাপ দিলে হ্যাপি অস্বীকার করলে গতকাল রোববার সকালে হ্যাপিকে শারীরিক নিযার্তন করে হাত ভেঙ্গে দেয় স্বামী সাগর মীর। প্রথমে হ্যাপিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে গেলে সাগর মীরের ভাই সুজন মীর বাধাঁ দেয়, বাধান মুখে হাসপাতালে ভর্তি করতে না পেরে পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হ্যাপির পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এব্যাপারে অভিযুক্ত সাগর মীরের সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে গৌরনদী থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি)মো. গোলাম সারওয়ার জানান, আমার কাছে এখন প্রর্যন্ত কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইন অনুক ব্যবস্থা গ্রহন করা হবে।