‘ক্লাবফুট একটি জন্মগত শারীরিক সমস্যা। যেখানে শিশুর পায়ের পাতা ভিতরের দিকে বাঁকানো থাকে। এই জন্মগত ক্রুটি নিয়ে বাংলাদেশে প্রতিবছর প্রায় চার হাজার শিশু জন্মগ্রহণ করে। সঠিক সময়ে এটার চিকিৎসা না করালে সেই শিশুটি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে।’ ১৬ই জুন বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে রাজশাহী নগরীতে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।
‘সঠিক পনসেটি চিকিৎসায়, ক্লাবফুট সম্পূর্ন ভাল হয়’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে রোগটির সচেতনতায় বেসরকারি সংস্থা ‘দি গ্লেনকো ফাউন্ডশেন’ রোববার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালী করে। র্যালীটি হাসপাতাল এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে বহিঃবিভাগ ফটকে গিয়ে শেষ হয়। এ সময় রামেক হাসপাতালের বহিঃবিভাগের বাহিরে ক্লাবফুট মুক্ত শিশুদের আনন্দ যেন এক উৎসবে পরিণত হয়। যেসব শিশুরাই একদিন জন্মগত বাঁকা পা নিয়ে জন্মেছিল। কিন্তু তারা সম্পুর্ন সুস্থ হয়ে যোগদান করে এই অনুষ্ঠানে।
এসময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান, অর্থোপেডিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. এম.এ.কে সামস্উদ্দিনসহ অর্থোপেডিক বিভাগের অন্যান্য অধ্যাপক ও চিকিৎসক এবং নার্সরা উপস্থিত ছিলেন। এছাড়াও দি গ্লেনকো ফাউন্ডেশন ওয়াক ফর লাইফ প্রকল্পে রাজশাহীতে কর্মরত সকল কর্মকতা ও কর্মচারীবৃন্দ ওই র্যালীতে অংশগ্রহণ করেন।
এর আগে ক্লাবফুট বা পায়ের পাতার অভিশাপ মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জানান, ওয়াক ফর লাইফ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দ্যেগে বিনামূল্যে এ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এ চিকিৎসাসেবা কার্যক্রমটি দেশের ২৯ জেলায় অব্যাহত রয়েছে। এ সময় এ রোগ বিষয়ে জন্মের পরপর চিকিৎসা শুরুর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১০ সালের মে মাস থেকে রামেক হাসপালে ওয়াক ফর লাইফ-এর ক্লাবফুট চিকিৎসা কার্যক্রম শুরু হয়। এরপর ১ মে ২০১৯ পর্যন্ত শুধু এ ক্লিনিকটিতে প্রায় ১ হাজার ৩শ’ শিশু তাদের চিকিৎসার আওতাভুক্ত হয়েছে। সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার হাসপাতালের বহিঃবিভাগের ৩২নং রুমে অবস্থিত ওয়াক ফর লাইফ ক্লিনিকটিতে বিনামূল্যে এর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অর্থোপেডিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. এম.এ.কে সামস্উদ্দিন ও সহকারী অধ্যাপক ডা. ওবায়দুল হকের তত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এ ক্লাবফুট ক্লিনিকটি পরিচালিত হচ্ছে।
দি গ্লেনকো ফাউন্ডেশনের প্রতিনিধি মো. মেহেদী হাসান জানান, গত দশ বছরে বাংলাদেশে বাঁকা পা বা ক্লবফুট নিয়ে জন্ম নেয়া ২৪ হাজার ৬০০ শিশু আমাদের চিকিৎসার আওতাভুক্ত হয়ে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে। ‘ক্লাবফুট বা মুগুর পা’ নিয়ে জন্মানো কোন শিশুকে যেন সুচিকিৎসার অভাবে প্রতিবন্ধী জীবনের শিকার না হতে হয় এবং এ রোগে জন্মানো সকল শিশুদের যথাযথ সুযোগ-সুবিধা ও তথ্যদানের মাধ্যমে শিশুর তিন বছর বয়স পেরোনোর আগেই সঠিক পনসেটি পদ্ধতির চিকিৎসা নিশ্চিত করাই ছিল মূলত এ দিবস উদযাপনের মূল লক্ষ্য।