নওগাঁর ধামইরহাটে আলতাদিঘীর চোরাই মাছ বিক্রির সময় প্রায় ১৪ কেজি মাছটি পুলিশ উদ্ধার করে। শনিবার সকালে হরিতকীডাঙ্গা বাজার থেকে মাছটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, একটি অপরিচিত লোক ১৫ জুন সকাল সাড়ে ৯ টার সময় হরিতকীডাঙ্গা বাজারে প্রায় ১৪ কেজি ব্রিগেড জাতের মাছটি বিক্রির জন্য নিয়ে আসে। মাছটির সাইজ অনেক বড় হওয়ায় অনেকেরই সন্দেহ হয়। পরে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়ার কথা জানতে পেরে মাছ বিক্রেটা দ্রুত চম্পট দেয়। পরে থানা পুলিশ মাছটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে নিয়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় মাছটি উন্মুক্ত মাছ বাজারে বিক্রির করে অর্থ সরকারী রাজস্বখাতে জমার নির্দেশ প্রদান করেন। পরে মাছটি বাজারে প্রায় সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি হয়।
এদিকে আলতাদিঘীতে প্রায়ই মাছ চুরির ঘটনা শোনা যাচ্ছে, আর এসব চুরির নেপথ্য নায়ক হলো বনবিভাগের বনমালী আলমগীর হোসেন। দিঘীর মাছ চুরি, শালবনে চোরাকারবারীদের চলাফেরা কিছুটা তার নিয়ন্ত্রনে বলে এলাকাবাসীরা জানায়।
বনবিট কর্মকর্তা আবদুল মান্নান জানান, বনমালী আলমগীরের বিরুদ্ধে স্থানীয়রা অনেক অভিযোগ করেছেন জন্য তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
পাইকবান্দার রেঞ্জে কর্মকর্তা এস এম ফরহাদ জাহান জানান, বনমালি আলমগীরের বিষয়ে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়কে অবগত করা হয়েছে, খুব শ্রীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।