নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জনসংগঠনের কাছে দায়িত্ব হস্তান্তর বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর সহযোগিতায় মেঘনা সোসাইটি'র আয়োজনে স্থানীয় বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারী নেত্রী মুন্তাহার বেগম।
এ সময় উপস্থিত ছিলেন - পারি প্রোগাম ব্যবস্থাপক সুকুমার ঘাগ্রা ও মাঠ ব্যবস্থাপক সুকমল জি মমিন, সাংবাদিক শেখ শামীম, সাংবাদিক রিনা হায়াৎ এবং পারি হিসাবরক্ষক সেলিনা আক্তার বানু প্রমুখ।
উক্ত জনসংগঠনের কাছে দায়িত্ব হস্তান্তর বিষয়ক প্রস্তুতি সভায় মেঘনা সোসাইটি'র ৩০ জন সদস্য অংশ নেন।