মসজিদের বারান্দার দরজা খোলা রাখা না রাখা নিয়ে বাগ্বিতন্ডার জেরধরে এক মুসুল্লীকে মারধর করে মাথার চুল কেটে ন্যাড়া করে আলকাতরা মেখে দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কালিদাশিয়া গ্রামে।
এজাহারে জানা গেছে, গ্রামের একটি মসজিদের বারান্দার দরজা খোলা রাখা না রাখা নিয়ে স্থানীয় প্রভাবশালী হোসেন আলী মাস্টারের সাথে মসজিদের মুসল্লীদের বিরোধ চলে আসছিলো। এনিয়ে হোসেন আলীর সাথে মুসুল্লী ইউসুফ হাওলাদারের (৪০) বাগ্বিতন্ডা হয়। এরজের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে বসে হোসেন আলীর পুত্র মাসুদ আলী ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে তাদের সহযোগিরা ইউসুফকে মারধর করেন। একপর্যায়ে হামলাকারীরা তার (ইউসুফ) মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়ে আলকাতরা মেখে দেয়। এ সময় ইউসুফের পুত্র শাহাবুদ্দিনকেও মারধর করা হয়। পরবর্তীতে আহত ইউসুফকে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ইউসুফ হাওলাদার ওই গ্রামের আলী হাওলাদারের পুত্র। এ ঘটনার পর হামলার শিকার ইউসুফ স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দাবী করলেও তিনি বিচার না করে নানা তালবাহানা শুরু করেন। উপায়অন্তুর না পেয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার অভিযোগ শিকার করে হোসেন আলী মাস্টারের পুত্র মাসুদ আলী বলেন, ইউসুফ নিন্ম শ্রেণির লোক হয়েও বাবাকে গালিগালাজ করায় তাকে উচিত শিক্ষা দেয়া হয়েছে। এখন যা হবার হবে। মামলা দায়েরের সত্যতা স্বীকার বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।