রাজশাহীর বাঘায় আম পাড়াকে কেন্দ্র করে মারামারিতে ৩ জন আহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, রোববার সকালে উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের মাজদার রহমানের আম বাগানে রুহুল মোল্লা শ্রমিক নিয়ে নিজ বাগান দাবি করে আম পাড়তে যায়। এ সময় মাজদার রহমান বাধা দেয়। এতে উভয়ের মধ্যে মারামারিতে মাজদার রহমান, তার স্ত্রী শাহিদা বেগম, ছেলে মামুন হোসেন আহত হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি মহসীন আলী বলেন, আম পাড়াকে কেন্দ্র করে আহতরা আমার কাছে এসেছিল। তাদের আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। তারপর ব্যবস্থা নেয়া হবে।