বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র এক্স-রে মেশিনটি এক যুগেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। একইভাবে টেকনিশিয়ান না থাকায় প্রায় তিন বছর আগে বরাদ্দ দেয়া অত্যাধুনিক ইসিজি মেশিনটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ফলে বাধ্য হয়েই এখানে আগত রোগীদেরকে রোগ নির্ণয়ে বাইরের ক্লিনিকে গিয়ে অতিরিক্ত খরচ গুণতে হচ্ছে।
জানা যায়, প্রায় তিন বছর আগে সরকারীভাবে হাসপাতালে একটি ইসিজি মেশিন দেয়া হয়েছে। তবে ইসিজি টেকনেশিয়ান না থাকায় শোভাবর্ধন করা ছাড়া মেশিনটি কোন কাজেই লাগছে না। প্রায় ১৪ বছর আগে হাসপাতালে একটি এক্স-রে মেশিন দেয়া হলেও সেটি শুরু থেকেই অকেজো অবস্থায় রয়েছে। ফলে একজন মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিও) বসে বসে বেতন নিলেও দীর্ঘ সময়ে মেশিনটি দিয়ে একজন রোগীরও এক্স-রে করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দফায় দফায় চিঠি দিয়েও কোন কাজ হয়নি বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। একটি এ্যাম্বুলেন্স কোন রকমে খুঁড়িয়ে চললেও অপরটি প্রায় এক যুগ যাবৎ বিকল হয়ে পড়ে রয়েছে। হাসপাতালের ১৬ জন স্বাস্থ্য সহকারী, একমাত্র ক্যাশিয়ার, হেড এ্যাসিস্ট্যান্ট, জুনিয়র মেকানিক্স ও একজন বাবুর্চির পদ শুন্য রয়েছে। হাসপাতালের ডর্ক্টস কোয়ার্টারের ৫টি ইউনিটের মধ্যে ৪টি, ৩য় শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টারের ৮টির মধ্যে ৬টি ও নার্স কোয়ার্টারের তিনটির মধ্যে একটি ইউনিট দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। হাসপাতালের মহিলা ওয়ার্ডের টয়লেট দীর্ঘদিন ধরে অকেজো থাকায় মহিলা রোগীরা বাধ্য হয়ে পুরুষ ওয়ার্ডের টয়লেট ব্যবহার করছেন।
হাসপাতালে রোগীর সঙ্গে থাকা আমেনা বেগম জানান, রাতের বেলায় পুরুষ ওয়ার্ডের টয়লেটে যেতে খুবই অস্বস্তি লাগে। তাছাড়া দিনেও বেলাতেও পুরুষ ওয়ার্ডে অনেক লোকের সামনে দিয়ে টয়লেটে যাওয়াটা চরম বিব্রতকর হয়ে উঠে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার বলেন, এক্স-রে মেশিনটি একেবারেই বিকল, নতুন মেশিন বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। টেকনিশিয়ান পেলে ইসিজি সেবা চালু করা হবে।