ফরিদপুরে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ফরিদপুর জেলা শাখার সাথে মত বিনিময় সভা অণুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ফরিদপুর শহরের পরিচর্যা হাসপাতালের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাবের ফরিদপুরের সভাপতি সৈয়দ নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা, এনামুল হক। এ সময় অন্যন্যের মধ্যে স্বাচিবের সভাপতি ডা. এম এ জলিল, নাটাবের সাধারন সম্পাদক শেখ ফয়েজ আহম্মেদ, প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান সোহেল, সাধারন সম্পাদক হাসানউজ্জামান, বৈশাখী টেলিভিশনের কে এম রুবেলসহ বিভিন্ন মিডিয়ার প্রায় ত্রিশজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় যক্ষা রোগ নিয়ন্ত্রনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।