টন্টনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দল অনুশীলন করেছে আজ। বাংলাদেশ দলের প্র্যাক্টিস নেটে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীনের একটা শট লাগে নেট বোলারের মাথায়। আর সঙ্গে সঙ্গে নেট বোলার পিচের উপর পড়ে যায়। মাথা থেকে ঝরছে রক্ত! খুবই বড় দুর্ঘটনা নাকি আশঙ্কামুক্ত এখনও জানা যায়নি। দ্রুত মেডিক্যাল টিম মাঠে ছুটে এসেছে। তারপর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। টনটনে শনিবার অনুশীলনের সময় ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুস্তাফিজের করা একটি বল আঘাত করে মুশফিকের হাতে। এরপর আর তিনি অনুশীলন করতে পারেননি; সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান মুশফিক। তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
আগামী ১৭ জুন উইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। মুশফিকের ইনজুরি কিছুটা হলেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলছে।
টনটনে গত দু’দিন ধরে থেমে থেমে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তীব্র ঠা-া বাতাস। তাই মূল মাঠে অনুশীলন খুব একটা সম্ভব হচ্ছিলো না টাইগারদের। তারপরও মাঠে বেশ খানিকটা সময় ফিল্ডিং অনুশীলন করে টাইগাররা। এরপর হঠাৎ করেই রোদ উঠে। তাতেই মূল মাঠে শুরু হয় ব্যাটিং বোলিং অনুশীলন।
উইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আজ আবার অনুশীলনে নামে বাংলাদেশ দল। মুশফিক খানিক দৌড়ে, শরীর গরম করে নেন। তারপর নামেন ব্যাট হাতে। নেটে অনুশীলনের সময় মুস্তাফিজের বলে ডান হাতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।