গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ সড়কের চাটারবাগ চরপাড়া গিয়াস উদ্দিন চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় গত শুক্রবার রাতে লেগুনা দুর্ঘটনায় কাঠব্যবসায়ী নারায়ণ চন্দ্র সূত্রধর (৫৫) নিহত হয়েছেন। সে কাপাসিয়া সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের যতীন্দ্র চন্দ্র সূত্র ধরের পুত্র।
জানা যায়, যাত্রীবাহি লেগুনাটি রাণীগঞ্জ যাবার পথে ওই স্থানে এলে অপর একটি দ্রুতগামী লেগুনাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ৫ যাত্রী আহত হন। এদের মাঝে গুরুতর আহত নারায়ণ চন্দ্রকে প্রথমে গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে মুমূর্ষ অবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু ঘটে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, দুর্ঘটনার সময় লেগুনার চালক মাতাল অবস্থায় মোবাইল ফোনে কথা বলছিল।