পাটকেলঘাটা লোকনাথ নাসিংহোমে ৩১ তম চক্ষু শিবির গতকাল অনুষ্ঠিত হয়। লোকনাথ নাসিংহোম ও সিএস এর যৌথ উদ্যোগে পরিচালিত চক্ষু শিবিরে ৩০টাকা রেজিষ্ট্রেশন ফিস জমা দিয়ে দূর দুরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা গ্রহন করছেন। চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ মনিরুজ্জামান,এনজিলিকা বৈরাগী, লোকনাথ নাসিংহোমের মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডাঃ সাইফুজ্জামান,ক্লিনিক সহকারী সেলিম হোসেন,কিংকর সরকার, মিহির কান্তি। লোকনাথ নাসিংহোমের প্রতিষ্ঠাতা পরিচালক পুলক কুমার পাল জানান ফ্রি মেডিকেল ক্যাম্প,ডেন্টাল ক্যাম্প,অন্ধ ও প্রতিবন্ধিদের এলাকাভিত্তিক আজীবন ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। ইতো মধ্যে মানব সেবা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী পদকে তাকে ভুষিত করা হয়েছে