গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি এলাকায় বহুল আলোচিত মাদক ব্যবসায়ী বহু অপকর্মের হোতা শ্যামল মোল্লা’র আখড়া আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সাধারণ জনতা। বিক্ষুব্দ জনতার প্রতিবাদের মূখে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ১৫ জুন শনিবার সকালে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, ওসি (অপারেশন) মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এলাকাবাসি ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি মানিক বাজার এলাকার রোকন উদ্দিন মোল্লা’র পুত্র শীর্ষ মাদক ব্যবসায়ী শ্যামল মোল্লা’র নেতৃত্বে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ ছত্রছায়ায় একটি মাদক সিন্ডিকেট গড়ে তুলে। সে দীর্ঘদিন যাবত স্থানীয় ঘোরষাব বিলের বান্দরটিলা নামক নির্জনস্থানে একটি টুং ঘর তৈরী করে মাদক সা¤্রাজ্য গড়ে তুলে। শ্যামল মোল্লা’র নেতৃত্বে হুমায়ূন, মোস্তাফিজ, হিরন, তারেকসহ এক ডজন মাদক ব্যবসায়ী এলাকার উঠতি বয়সি ছেলেদের মাঝে ব্যাপকভাবে মাদক সেবনে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার কয়েকশত বিক্ষুব্দ জনতা গত শুক্রবার রাতে মাদকের আখড়া ঘেরাও করে। টের পেয়ে উল্লিখিত মাদক ব্যবসায়ী ও তাদের সাঙ্গ-পাঙ্গরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত এলাকাবাসী মাদকের আখড়া টুং ঘরে আগুন ধরিয়ে দেয়। কাপাসিয়া উপজেলার পূর্বাঞ্চলের এবং পাশ^বর্তী মনোহরদী-শিবপুর উপজেলার পশ্চিম অঞ্চলে তার অনুসারীদের নিয়ে বিশাল মাদক সা¤্রাজ্য গড়ে তুলে। এ মাদক সা¤্রাজ্যের অধিপতি। তার মাদক ব্যবসার মূলঘাটি গুলো হলো- ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও, চালাবাজার, খিরাটি বাজার, সন্মানিয়া ইউনিয়নের আড়াল বাজার, গনি মার্কেট, খোকা মার্কেট, মানিক বাজার, দূর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ, ঘিঘাট-বান্যিখোলা, শিবপুর উপজেলার লাখপুর, শিমুলিয়া, মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার এলাকা। তার লোকজন মোটরসাইকেল যোগে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মাদক দ্রব্য সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলতে সাহস না। প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ীরা সঙ্গবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়।
মাদকের আখড়া পুড়িয়ে দেয়ার ঘটনায় ব্যবসায়ী শ্যামল মোল্লা ক্ষুব্দ হয়ে শনিবার সকালে প্রতিবাদকারী প্রবাসী আব্দুল্লাহ (২৫). তার পিতা অলেক চাঁন (৫৫), মাতা মোরশেদা খানম (৪০) ও তার বোনকে মারধর করে। তাদের উদ্ধার করে পাশ^বর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গত ৫/৬ দিন আগে প্রতিবাদ করায় এলাকার রিমন নামে নামে এক যুবককে তারা মারধর করে। এ ব্যাপারে রিমনের পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। গত উপজেলা পরিষদ নির্বাচনের পরে প্রতিবাদকারী খিরাটি গ্রামের নাসির উদ্দিনের পুত্র সুমনকে মাদক ব্যবসায়ীরা মারধর করে। সম্প্রতি খিরাটি মানিক বাজারে মাদক মামলার ফেরারী আসামি তারেককে থানা পুলিশ আটক করে। খবর পেয়ে শ্যামল মোল্লা ও তার সাঙ্গ-পাঙ্গরা পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেয়। এর আগেও কাপাসিয়া থানা পুলিশ একাধিকবার তার মাদকের আখড়া ভেঙ্গে দিলেও শ্যামল পালিয়ে গিয়ে কিছুদিন আতœগোপনে থেকে আবার মাদক ব্যবসা শুরু করে।
এব্যাপারে কাপাসিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (অপারেশন) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা স্বিকার করে জানান, উপজেলার খিরাটি এলাকায় র্দীঘদিন যাবত শ্যামল মোল্লা’র নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের কর্মকা-ে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী শ্যামলের মাদকের আখড়া পুড়িয়ে দিয়েছে। এ নিয়ে এলাকাবাসী এবং শ্যামল ও তার লোকজনের সাথে শনিবার ব্যাপক মারামারি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উভয় পক্ষকে সর্তক করে শান্ত থাকার জন্য বলা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতঃপূর্বে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।