ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি,মানসিক সুস্থতা, আত্মিক উন্নতি ও সুন্দর আগামি গড়তে ইয়োগা বা যোগ ব্যায়ামের অনুশিলনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সামঞ্জস্য ও শান্তির জন্য মানব জীবনে যোগ ব্যায়াম অপরিহার্য।
আজ শনিবার সকালে তিনি রংপুর চেম্বার মিলনায়তনে ভারতীয় হাই কমিশন ও ইয়াগো জোনের আয়োজনে আগামি ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ফুলের মালা কেটে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক যোগ দিবস উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য,রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরি টিটু ও ইয়োগা জোনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবি বাবেল, সজ্ঞালন করেন অধ্যাপক আাজহারুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে ইয়োগ জোনের সদস্যদের যোগ ব্যায়াম ও অনুশীলন সকলকে মুগ্ধ করে।
এদিকে দুপুরে ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) পরিচালিত উত্তরবঙ্গের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রংপুর মহানগরীর মুলাটোলস্থ ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি অজয় প্রসাদ বাবন, সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য্য, সহ-সভাপতি বাবু রাম কৃষ্ণ সোমানী, ইসকন রংপুরের অধ্যক্ষ শ্রীল ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ ও ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শ্রীধর প্রাণ দাস।