সরকারি সড়ক বর্ধিত করণের সুযোগে বদরগঞ্জের রাধানগর ইউপি চেয়ারম্যান অবৈধভাবে জেলা পরিষদের গাছ কেটে নেয়ার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী গতকাল শনিবার দুপুরে মেট্রেপালিটন রংপুর চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: হাসানুল ইসলাম। এ সময় স্থানীয় এলাকাবাসী সামছুল আলম, আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তারাগঞ্জ থেকে বকশিগঞ্জ এলাকায় উভয় পার্শ্বে তিনফুট করে সরকারী রাস্তা বর্ধিতকরণের কাজ শুরু হয়েছে। রাস্তার দুধারের রোপিত সরকারি মুল্যবান গাছগুলো নিয়মতান্ত্রিকভাবে অপসারণের নিয়ম থাকলেও অবৈধভাবে বদরগঞ্জের ৬নং রাধানগর ইউপি চেয়ারম্যান ছাখাওয়াত হোসেন হীরা তার লোকজন দিয়ে মুল্যবান গাছ ( আকাশ মনি, মেহগনি, ইউক্লেপ্টাস) কর্তন করেন। যার আনুমানিক মুল্য প্রায় ৩০ লাখ টাকা। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি। সংবাদ সম্মেলনে বিষয়টির তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত বদরগঞ্জের ৬নং রাধানগর ইউপি চেয়ারম্যান ছাখাওয়াত হোসেন হীরা জানান, অভিযোগগুলো একেবারে মিথ্যা। এখানে ইউনিয়ন পরিষদ নিয়ে বিরোধ আছে। আমার প্রতিপক্ষ বিরোধকে আড়াল করে আমার বিরুদ্ধে এধরণের অভিযোগ করেছে। আসলে আমার জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি মহল এধরণের অপপ্রচার করছে।
রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম বলেন, এ ধরণের একটি অভিযোগ আমি পেয়েছি। গাছ জাতীয় সম্পদ। অবিযোগের ভিত্তিতে তদন্ত করে গাছ কেটে নেয়ার সত্যতা পাওয়া গেছে। অনিয়ম করে কেউ পাড় পাবে না। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।