তানোরে বিষ দিয়ে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার ঘটনার ১২দিনেও পুলিশ মামলা না নেয়ায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে ক্ষতিগ্রস্থ কৃষক। এ ঘটনায় পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে কৃষকদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের মৃত শুকুর উদ্দিন মোল্লার পুত্র হাসেন আলীর সাথে একই গ্রামের হোসেন মোল্লার পুত্র মাসুদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিলো। এরই সুত্র ধরে হাসেন আলী ও তার লোকজন মাসুদ রানার আড়াদিঘী গ্রামের পশ্চিমের মাঠে ৫বিঘা জমির থাকা বোরো ধানে গত ২জুন/২০১৯ইং তারিখ রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যে যেকোন সময় রাতের আধাঁরে বিষ প্রয়োগ করে পাকা ধান পুড়িয়ে দেয়। এতে কৃষক মাসুদ রানার প্রায় ৭৫হাজার টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় আড়াদিঘী গ্রামের হোসেন মোল্লার পুত্র মাসুদ রানা বাদি হয়ে একই গ্রামের মৃত শুকুর উদ্দিন মোল্লার পুত্র হাসেন আলীকে আসামি করে গত ৩জুন/২০১৯ইং তারিখে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু তানোর থানা পুলিশ ৯দিনেও অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি। ফলে ক্ষতিগ্রস্থ কৃষক বিচারের আশায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তানোর উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন কিন্তু কোন বিচার পাচ্ছেন না। এর আগে ২০১৬সালে মাসুদ রানার প্রায় ৯বিঘা জমির আলু একই কায়দায় বিষ প্রয়োগ করে আলু পুড়িয়ে প্রায় ৭লাখ টাকার ক্ষতি করেছিলো। এ ব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এসআই নাজুমল হককে দায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই নাজমুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।