পিরোজপুর স্বরূপকাঠিতে হিন্দু সম্প্রদায়ে ধর্ময়ী পূজা-মনন্ডবের প্রতিষ্ঠায় সরকারের সব ধরণের সহাতায় প্রতিষ্টিত হচ্ছে মন্ধির ও গির্জ। স্বরুপকাঠির গাববাড়ী গ্রামে শ্রীশ্রী কালী মাতা ও মহামানব গনেশ পাগলের সেবাশ্রমে আলোচনা সভা, হরিনাম সংকির্ত্তন ও মন্দির আজ রাতে উদ্বোধন করা হয়েছে। ৩৬ শতক জমির উপর এই সেবাশ্রম প্রতিষ্ঠি করা হয়েছে। এর প্রতিষ্ঠাতা ঋষিকেশ সাধক।
বৃহঃপতি বার রাত্রে গনেশ পাগলের সেবাশ্রম উদ্বোধন করেন সভাপতি ঋষিকেষ সাধক। সম্পাদক অপূর্ব মন্ডপেলর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরা লাল বড়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচক দিলীপ সন্নাসী,ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর প্রমুখ। হাজার হাজার পূর্নাথী গভীর রাত্র পর্ষন্ত আগমন ঘটে। এবং অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাধ বিতরন করা হয়। মহা সম্মেলণে কয়েক হাজার পাগল ভক্তদের মিলন মেলায় পরিপূর্ন হয়েছে এই অনুষ্ঠান বলে জানান,আয়োজক অপূর্ব কুমার মন্ডল।