ঘোড়াঘাটে এককালের ঐতিহ্যবাহী রাজিয়া চৌধুরী পাইলট(আর,সি) বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ তুলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ছাড়াও ওই বিদ্যালয়ে নিয়ম বহির্ভুতভাবে সকাল বিকাল কোচিং করানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫মে সকল বিদ্যালয়ের মত আর,সি বালিকা বিদ্যালয় সরকারীভাবে রমজানের ছুটি ঘোষনা করা হয়। কিন্তু ওই ছুটি চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সাত্তার নিয়ম বহির্ভুতভাবে অসৎ উদ্দেশ্যে রাতের অন্ধকারে তার নিজস্ব লোক দ্বারা পকেট কমিটি গঠন করে। পরবর্তিতে তার মনোনীত সভাপতি নিয়োগ করবে বলে জানা যায়। বিদ্যালয় ছুটি থাকার কারণে অভিভাবকদের অগোচরে ওই পকেট কমিটি গঠন করা হয়। এ ছাড়াও ওই বিদ্যালয়ে রমরমা কোচিং বানিজ্য চলছে। মাননীয় শিক্ষামন্ত্রির কথাকে অবজ্ঞা করে সকাল বিকাল বিদ্যালয় শ্রেনীকক্ষে কোচিং বানিজ্য চলছে। অভিযোগে আরো জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক কমিটির প্রধান হয়ে এতিহ্যবাহী বিদ্যালয়টিতে একটি সুন্দর ও গ্রহনযোগ্য পরিচালনা কমিটি উপহার দিয়ে আগামীতে বিদ্যালয়টিতে লেখাপড়ার পরিবেশ ও উন্নয়নের দিকে ধাবিত করবে।