বিরলে অভিনব কায়দায় মাদক দ্রব্য পরিবহণের সময় ইজিবাইক থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ১৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বিরল থানার কর্মকর্তা ইনচার্জ এ টি এম গোলাম রসুল এর নির্দেশনায় থানার এসআই আবদুল কাদের ও এসআই খালিদ হাসানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার ভোর সকালে দিনাজপুর-বিরল সড়কের বিরল উপজেলার ঢেলপীর নামক স্থানে হায়দার আলীর মিলের সম্মূখে পাকা রাস্তায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার শহরগ্রাম ইউপি’র নোনাগ্রামের সামসুদ্দিনের পুত্র আমিনুল ইসলাম (৩৫) ভান্ডারা ইউপি’র মৌচুষা গ্রামে বসবাস করে সু-কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
শনিবার থানার এসআই আবদুল কাদের বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেন থানার কর্মকর্তা ইনচার্জ এ টি এম গোলাম রসুল। তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।