রাজশাহীর পুঠিয়া উপজেলার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যাকা-ের ৫দিন পেরিয়ে গেলেও রহস্য উৎঘাটন হয়নি। আটক হয়নি মামলার এজাহারভুক্ত কোনো আসামিও। তবে বর্তমানে মামলাটির তদন্তভার পেয়েছে গোয়েন্দা শাখা (ডিবি)। আর এ মামলার প্রধান আসামি হামলার শিকার হয়ে ২২ জনের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করেছেন।
নিহত শ্রমিক নেতা নুরুল ইসলামের পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে তারা সুষ্ঠু ও ন্যয় বিচার পাওয়া নিয়ে আশঙ্কা করছেন। তারা বলেন, গত ১১ জুন নিহত নুরুল ইসলামের মেয়ে বাদী হয়ে ৬ জনের নামসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যামামলা দায়েরের ৫দিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছেনা।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমরা মামলাটি খুব গুরুত্ব সহকারে দেখছি। তদন্তের কারণে এই মুহূর্তে কিছু বলছি না। তবে অচিরেই হত্যাকা-ের মূল রহস্য ও ঘটনার সাথে জড়িত আসামিদের আটক করা হবে।’
প্রসঙ্গত, গত ১০ জুন দিবাগত রাতে পুঠিয়া উপজেলা সদরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে একটি ইটভাটায় খুন হন শ্রমিক নেতা নুরুল ইসলাম। পুলিশ ১১ জুন সকালে ঘটনাস্থল থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।