যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে ১১০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে কোষ্টগার্ডের সদস্যরা। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের বন্দর থানাধীন চরমোনাই এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বরিশাল নদী বন্দর থেকে বাহেরচরগামী এমএল হায়াত লঞ্চে তল্লাশী চালিয়ে একটি আমের ঝুড়ির ভেতরে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো পাওয়া যায়। পরে মাদকদ্রব্যগুলো স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোষ্টগার্ডের দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি স্টেশন বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম শাহজামাল।