ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। আজ (১৫ জুন) শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জে সামাদ প্লাজাস্থ এমপির ব্যাক্তিগত অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদস্য মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, হাসান চৌধুরী, জুলহান চৌধুরী, আরকে দাস চয়ন, ফরিদ উদ্দিন, মোস্তাফিজুর রহমান কিনেল ও মোঃ রুমেল আলী।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, নবম দশম ও একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারেরমত জনপ্রতিনিধিত্ব করছি। দেশে সার ও বিদ্যুতের চাহিদা মেটাতে ফেঞ্চুগঞ্জে দেশের সর্ববৃহৎ শাহজালাল সারকারখানা ও কুশিয়ারা পাওয়ার প্লান্টে আশানোরূপ সার ও বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আমার ব্যাক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই, তাই সিলেট-৩ আসনের অসম্পূর্ণ উন্নয়নে কাজ করতে বিভিন্ন তথ্য দিয়ে আপনারা (সাংবাদিকদের) আমাকে সহযোগিতা করুন। তিনি বলেন, সিলেট-ঢাকা আঞ্চলিক মহসড়ককে চারলেনে রুপান্তরীত করার উদ্যোগ হাতে নিয়েছি এবং এ নিয়ে মহান জাতীয় সংসদে কথা বলবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি সামাদ বলেন, এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি পরিদর্শনে ফেঞ্চুগঞ্জ জিরো পয়েন্টে আসা দর্শনার্থীর সুবিধার্থে সৌন্দর্য্য বর্ধনে রিসোট স্থাপনসহ নানা পরিকল্পনা হাতে নেওয়া হবে। ফেঞ্চুগঞ্জের যে সব এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার যে অভিযোগ রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। তিনি বলেন, দেশে চাহিদার চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এখন আর লোডশেডিং হয়না, অন্ধকারে থাকার দিন শেষ, তাই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকা স্থানীয় পল্লী বিদ্যুতের ম্যানেজম্যান্ট জটিলতায় তা হচ্ছে কিনা খতিয়ে দেখা হবে।
এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহেদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল হাই খসরু ও আবদুল আওয়াল কয়েছ।