ঝালকাঠির বাস শ্রমিকদের উপর বরিশাল নগরীর রূপাতলীতে বসে হামলার প্রতিবাদে দক্ষিণাঞ্চলের আটটি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরধরে রূপাতলী বাস টার্মিনালে শনিবার সকালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আল-ক্রোরাই বাসের চালক ও শ্রমিক নেতা মিলন হাওলাদারের উপর হামলা করে রূপাতলী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপনের সহযোগি রিয়াজ ও তার সহযোগিরা। এ সময় হামলাকারীরা ঝালকাঠির শ্রমিকদের টার্মিনাল থেকে সরে যাওয়ার হুমকি প্রদান করে। ফলে পূর্ণরায় হামলার আশংকায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠির বাস শ্রমিকরা।
আহত মিলন হাওলাদারকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়ার সময় হামলাকারীরা বাঁধা প্রদান করে। পরে আহত মিলনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদে দুপুর থেকে বরিশাল থেকে সরাসরি দক্ষিণাঞ্চলের আটরুটে ঝালকাঠি বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। আহত মিলন জানায়, পূর্ব বিরোধের জেরধরে কোন কারণ ছাড়াই রূপাতলীর মালিক সমিতির নেতা ও শ্রমিকরা তার উপর হামলা চালিয়েছে।
ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী সাংবাদিকদের জানায়, রূপাতলী বাসস্ট্যান্ডে আমাদের শ্রমিকদের মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধ করা দেয়া হয়েছে। এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এদিকে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পরেছেন এসব রুটে প্রতিদিন যাতায়াত করা যাত্রীরা।