মুক্তিপনের দাবিতে নরসিংদীর শিবপুর উপজেলার দড়িচর এলাকা থেকে অপহৃত শিশু সিয়ামের (১০) অর্ধগলিত লাশ বরিশালের হিজলা উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের ময়নাতদন্ত শেষে শনিবার সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নরসিংদী পুলিশের বরাত দিয়ে হিজলা থানার ওসি মাকসুদুর রহমান জানান, নিহত সিয়াম নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর (বিসিক শিল্পনগরী) এলাকার হোটেল ব্যবসায়ী হাফেজ নূর উদ্দিনের পুত্র। সে পলাশ উপজেলার দড়িচর এলাকার আল-সাফা কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো। ওসি আরও জানান, গত ২ জুন বাড়ির পাশ থেকে শিশু সিয়ামকে অপহরণ করা হয়েছিল। ওইদিন রাতেই অপহরণকারীরা তার মা লাকি আক্তারের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় সিয়ামের বাবা শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার দুইদিন পর অপহরণকারীরা সিয়ামের পরিবারকে বিকাশ নম্বর দিলে তাতে ৩০ হাজার টাকা মুক্তিপণ পাঠানো হয়। এ সময় প্রযুক্তির সহায়তায় সিয়ামের চাচাতো মামা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালীনগর এলাকার হাবিব মিয়ার পুত্র সাফায়াত হোসেনকে পুলিশ ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বরিশালের হিজলা উপজেলার আবুপুরের দুর্গম চরাঞ্চল আড়িয়াল খাঁ নদী থেকে সিয়ামের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, গত ৯ জুন শিশু সিয়ামকে নিয়ে সদরঘাট থেকে মাদারীপুরের কালকিনিগামী দ্বীপরাজ-৪ লঞ্চযোগে রওয়ানা হয় সাফায়াত। পথিমধ্যে শিশু সিমামকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় সাফায়াত। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়।