“বাজেট-ঠাজেট বুঝিনা, খালি একটা কতাই বিশ্বাস করি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা-ই করেন তা-ই দেশের উন্নয়ন। কারণ আগের সব প্রধানমন্ত্রীর আমলে দেশের এত উন্নয়ন কোথায়ছিলো। তাই শেখ হাসিনা যাহা করেছেন তাতে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের উন্নয়ন-ই হবে বলে মুই বিশ্বাস করি। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বরিশালবাসীর প্রতিক্রিয়া জানতে জনকন্ঠের বিশেষ অনুসন্ধানে এভাবেই উল্লিখিত কথাগুলো বলেছেন, রিকসা চালক হেলাল বেপারী।
শুধু ওই রিকসা চালকই নয়; প্রস্তাবিক বৃহৎ আকার ও উন্নয়ন পরিকল্পনার বাজেটকে স্বাগত জানিয়েছেন বরিশালের সর্বস্তরের জনসাধারণ। পাশাপাশি দেশীয় সামগ্রীর দাম স্থিতিশীল রাখা, ভাতাভোগীদের সঠিক মূল্যায়ন করায় সচেতন নাগরিকেরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন। তবে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাক্ষেত্রে আরও অর্থ বরাদ্দ দেওয়ার প্রয়োজন ছিলো বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন।
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ জনকণ্ঠকে বলেন, দেশীয় উৎপাদিত পণ্যের দাম স্থিতিশীল থাকায় দেশীয় শিল্পায়নের বিস্তার ঘটবে। ফলে দেশের মানুষ উপকৃত হবে। আবার কৃষি পণ্যের ওপর ২০ শতাংশ প্রণোদনা কৃষকদের জন্য উপকারী হবে। পাশাপাশি পুরো বাজেট-ই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।
তবে এবারেই বাজেট নিয়ে মানুষের মধ্যে বিরূপ কোনো প্রভাব নেই বলে জানিয়েছেন বরিশালের তরুণ সংগঠক শাকিলা ইসলাম। তিনি বলেন, দেশীয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর বাজেটের কোনো প্রভাব নেই। নিত্য প্রয়োজনীয় কোনো কিছুরই দাম বাড়েনি। তাই মানুষও এতে সন্তুষ্ট আছে। তবে মোবাইল ফোন ও কল রেটের ওপর করারোপ বৃদ্ধি নিয়ে রয়েছে দ্বিমত। আমার মতে সরকার যা করছে তা চিন্তা ভাবনা করেই করছে। এতে করে মোবাইলের অপব্যবহার হ্রাস পাবে। পাশাপাশি সব সেক্টরেই যুগোপযোগী হিসাব কষে বাজেট ঘোষণা করা হয়েছে বলেও আমি মনে করছি।
বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী জনকণ্ঠকে বলেন, এবারের বাজেট বিশাল অঙ্কের। যেখানে রাজস্ব খাতে বিশাল একটা অংশের অর্থ জনগণের কাছ থেকে আসবে। কিন্তু তার অনুকূলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাখাতে এক ধরনের নিন্মস্তরের বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। আমলাতান্ত্রিক খাতে বরাদ্দে বিশাল একটা অংশ থাকলেও জনগণের ক্ষেত্রে তার কিছুই নেই। তাই শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাখাতে তিনি আরও অর্থ বরাদ্দের দাবি করেন।
বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে যেখানে সরকার গঠণ হয়না। সেখানে সরকার তো আর জনগণের কথা চিন্তা করবে না। তাই এ বাজেট জনকল্যাণমূলক হবে না।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস জনকণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে যে উন্নয়ন চলছে তা এগিয়ে নিয়ে যেতেই বিশাল অঙ্কের এ বাজেট ঘোষণা করা হয়েছে। দেশের মানুষের অর্থে আমাদের দেশের উন্নয়ন এগিয়ে যাবে। তাই এ বাজেট গণমুখী ও কল্যাণমুখী।
বাজেটকে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র ॥ জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত ােজেটকে স্বাগত জানিয়ে দেশের ইতিহাসের বৃহত্তর বাজেট ঘোষনার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আগামি অর্থবছরের জন্য জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটকে ‘জনকল্যাণ ও উন্নয়নমুখী’ আখ্যাদিয়ে দেশের অর্থনীতিসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক হবে বলেও মন্তব্য করেছেন সিটি মেয়র। এক বিবৃতিতে তিনি (মেয়র) প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ ও সার্বিক সফলতা কামনা করেছেন।