নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তার কয়েক দাফায় প্রায় অর্ধশতাধীক গাছ কেটে সাবাড় করেছে প্রভাবশালীরা। শনিবার সকালে হরিণচড়া ইউপি ভবন হতে বুড়িহাট যাওয়ার রাস্তায় পশ্চিম শেওটগাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় বাসিন্দা মো: বাবলু ইসলাম রাস্তার গাছ কাটার সময় ১৫ টি গাছ আটক করে ইউপি চেয়ারম্যান।
হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, কয়েক দাফায় আমার ইউনিয়নের বিভিন্ন রাস্তার প্রায় অর্ধশতাধীক গাছ কিছু অসাধু ব্যাক্তি কেটে নেয়। আমরা ইউপি কতৃপক্ষ গাছ চুরি রোধে নজরদাড়ী বাড়িয়ে দেই। শনিবার সকালে পশ্চিম শেওটগাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় রাস্তার গাছ কাঁটা হচ্ছে খবর পেয়ে গাছগুলো আটক করে চৌকিদার পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আরো জানান, এরআগেও বাবলু ইসলামের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ রয়েছে।
অভিযুক্ত বাবলু ইসলাম গাছ কাটার কথা স্বিকার করে বলেন, রাস্তার পাশে^ আমার জমি। ওই গাছগুলো আমার জমির উপর আছে। তাই আমি গাছগুলো কেটেছি।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, গাছগুলো আটক করা হয়েছে। ইউপি চেয়ারম্যানকে আইনানুগ ব্যবস্থা গুহণের নির্দেশ দেওয়া হয়েছে।