ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামে ভাঙনমুখী পদ্মা নদীর ডানতীর সংরক্ষন বাঁধ নির্মান প্রকল্পের আওতায় জিও ব্যাগ প্লেসিং কাজে অনিয়মের অভিযোগ করে চলেছেন গ্রামবাসী। গত পাঁচ মাস ধরে ওই গ্রামের পদ্মা পারের মোট ১ হাজার ৪শ’ ৫০ মিটার এলাকা জুড়ে কম পরিমান জিও ব্যাগ প্লেসিং এবং জিও ব্যাগের মধ্যে নি¤œমান বালু ব্যাবহারের অভিযোগ এলাকাবাসীর। এতে আসন্ন বর্ষা মৌসুমে উপজেলা সদরে এমপি ডাঙ্গী গ্রাম ও সুপারী বাগান গ্রামের মেইন রাস্তা সহ সব ধরনের অবকাঠামো পদ্মা ভাঙনের হুমকীর মধ্যে রয়েছে বলে শনিবার স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেছেন।
শনিবার নির্মানাধীন বাঁধ প্রকল্প ঘেষে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম ইউসুপ হোসেনের ছেলে রিপন শেখ (৩৫) সরেজমিনে এ প্রতিবেদককে নিয়ে জানান, “ ওই গ্রামের পদ্মা পার এলাকা ও নদীর ঢালে ১০০ মিটার পর্যন্ত পানির অংশ জুড়ে জিও ব্যাগ প্লেসিং ও বোল্ডার ডাম্পিং কার্যক্রমের জন্য ৬৬ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ৯৩২ টাকা ব্যয় বরাদ্দ দিয়েছেন পাউবো। কিন্তু গত পাঁচ মাস ধরে সংশ্লিষ্ট ঠিকাদাররা পদ্মা নদীর অপর পারে চর শালেপুর এলাকা থেকে বলগেইট মেশিন দিয়ে অত্যন্ত নি¤œমান বালু কেটে আনার পর তা জিও ব্যাগে ভরে লামছাম বস্তা পদ্মা পারে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে। কিন্তু পদ্মা পারের গভীর পানিতে মূল প্রটেকশন স্থলে জিও ব্যাগ ফেলা হয় নাই বলেও তিনি জানান”। একই সময় পদ্মা পারের আরেক বসতি মোঃ মাজেদ শিকদার (৫০) জানায়, “ এ ভাঙনমুখী পদ্মা পারে গত তিন বছর ধরে বর্ষা মৌসুমে উপজেলার মেইন সড়ক রক্ষার জন্য দফায় দফায় খন্ড কালিন অস্থায়ী জিও ব্যাগ প্লেসিং কার্যক্রম হয়েছিল এবং পদ্মার ভাঙনে এখনো সেই জিও ব্যাগগুলো বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। এ বছর স্থায়ী বাঁধ নির্মান কাজ শুরু থেকে সেই বিধ্বস্ত জিও ব্যাগ স্থলে নতুন কোনো জিও ব্যাগ প্লেস করা হয় নাই। এতে চলমান কাজটি অত্যান্ত নি¤œমান হয়ছে বলে তিনিও আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের শঙ্কা প্রকাশ করেন”।
অবশ্য, এ ব্যাপারে উপজেলার পদ্মা রক্ষা বাঁধ নির্মান প্রকল্পে দায়িত্বরত তদারকি কর্মকর্তা উপ-বিভাগীয় প্রকৌশলী নিখিল কুমার দত্তকে জিজ্ঞেস করথে তিনি জানান, “ জিও ব্যাগ ভরার জন্য বালুর গ্রেড নির্ধারনের ব্যাপারে তোফায়েল গ্রুপ নামক একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে তারাই ভালো বলতে পারবেন। তবে কাজ শুরুর প্রথম অবস্থায় নি¤œমান বালু এসেছিল বলে শুনেছি পরে তা সংশোধন করা হয়েছে। তিনি আরও বলেন, পদ্মা পারে ট্রলারের মাধ্যমে জিও ব্যাগ প্লেসিং করেছি। তাই শুকনো অবস্থায় পদ্মা পারের উপরের অংশে ব্যাগ প্লেসিং করতে পারি নাই। তবে পানি বৃদ্ধি পেলে পদ্মা পারে উপরের অংশে জিও ব্যাগ প্লেসিং করা হবে”। ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি মুঠোফোন রিসিপ করেন নাই।
জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলার ভাঙন কবলিত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে স্থায়ী বাঁধ নির্মানের জন্য পাউবো মোট প্রায় ২৯৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এরমধ্যে ১০ কি.মি. পদ্মা নদী ড্রেজিং কার্যক্রমও রয়েছে। ‘ডলি কনস্ট্রাকশ লিঃ-এসএএসআই (জেভি)’ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলার স্থায়ী বাঁধ নির্মান কাজটি সম্পন্ন করে চলেছেন। শনিবার ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোঃ নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করতে গেলে তিনিও মুঠোফোন রিসিপ করেন নাই।