খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক আকস্মির্ক সফরে শুক্রবার রাতে রহনপুরে আসেন। এ সময় তিনি রহনপুর স্টেশন পাড়ায় অবস্থিত খাদ্যগুদাম পরিদর্শন করে। তিনি খাদ্যগুদামের রক্ষিত চাউল ও ধানের মান পরিক্ষা করে। এ ছাড়া তিনি এ উপজেলায় ধান ও চাউল সংগ্রহে কৃষকদের অংশগ্রহণ সম্পর্কে উপস্থিত কর্মকর্তাদের কাছে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও সাবিহা সুলতানা, খাদ্য বিভাগের বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক মুনিরুজ্জামান, জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, গোমস্তপুর খাদ্য বিভাগের খাদ্য ভারঃ কর্মকর্তা রিজওয়ানুর রহমান, জেলা মহিলা লীগের সাধারণ সস্পাদিকা হালিমা বেগম সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।