পাবনার বেড়া উপজেলা নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের ৩ জন কৃষক ও একই উপজেলার বক্তারপুর গ্রামের সপ্তম শ্রেনীর এক স্কুল ছাত্রী বজ্রপাতে নিহত হন। গত (১৪জুলাই) শুক্রবার বিকাল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাত ৮ টার দিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বজ্রপাতে নিহত নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের মৃত জিনাত প্রামানিকের ছেলে আবদুল মান্নান, মৃত হবি মাতুব্বরের ছেলে আবদুস সালাম ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক ও উপজেলার বক্তারপুর গ্রামের তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এসময় তিনি পাবনা জেলা প্রশাসকের তহবিল থেকে নগত ২০ হাজার টাকা করে চার পরিবারকে মোট ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ও শুকনো খাবার তুলে দেন।
এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, এ অবস্থায় নিহতদের পরিবারকে সাহায্য সহযোগিতা করাটা মুল বিষয় না। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোটাই মুল বিষয়।