পাবনার সুজানগরে বাল্যবিয়ের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা-সমবাবেশ এবং কর্মশালার পাশা-পাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও বাল্যবিয়ে বন্ধ হচ্ছেনা। প্রতিদিন উপজেলার কোননা কোন গ্রামে বাল্যবিয়ে সংঘটিত হচ্ছে। আর ওই সব বাল্যবিয়ের ফাঁদে পড়ছে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, গত এপ্রিল মাসে এবং পবিত্র ঈদুল ফিতরের পরে উপজেলার মানিকহাট, সাতবাড়ীয়া, আহম্মদপুর, ভায়না, হাটখালী এবং সাগরকান্দীসহ বিভিন্ন ইউনিয়নে ৫০ থেকে ৬০টি বাল্যবিয়ে সংঘটিত হয়েছে। এর মধ্যে উপজেলার আহম্মদপুর এবং সাতবাড়ীয়া ইউনিয়নে সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়েছে। এসব বাল্যবিয়ের পিঁড়িতে বসা মেয়েদের বেশিরভাগই এলাকার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে পড়-য়া শিক্ষার্থী। এদের মধ্যে অধিকাংশ পরিবার আবার অস্বচ্ছল এবং দরিদ্র। উপজেলার মানিকহাট ইউপি চেয়ারম্যান এএসএম আমিনুল ইসলাম বলেন বাল্যাবিয়ে বন্ধে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ম্যারেজ রেজিস্টারসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সভা করেও কোন ফল হচ্ছেনা। বিশেষ করে সমাজের অস্বচ্ছল এবং দরিদ্র পরিবারের লোকজন সরকারি আইনকে উপেক্ষা করে রেজিস্ট্রি ছাড়া স্থানীয় মাওলানাদের দিয়ে মৌখিকভাবে কবুল পড়ায়ে তাদের মেয়ের বিয়ে সম্পন্ন করছেন। এতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাও তাদের আইনের আওতায় আনতে পারছেন না। এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন আইন প্রয়োগ করে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন হওয়া।