রাজশাহীর মোহনপুরে ভিক্ষুকের মেয়ে ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে স্কুলছাত্রীর প্রতিবন্ধি বাবা বাদি হয়ে মোহনপুর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মোহনপুর থানা পুলিশ শুক্রবার রাতেই আসামি ওমর ফারুক ওরফে সাগর হোসেনকে গ্রেফতার করেছে। পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেছেন।
এলাকাবাসি ও মামলার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের প্রতিবন্ধির মেয়ে ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রী (১০) একই গ্রামের মামুন হোসেনের বখাটে ছেলে ওমর ফারুক ওরফে সাগর হোসেন (১৪) প্রায় কু-প্রস্তাবসহ টাকার লোভ দেখিয়ে আসছিল। স্কুলছাত্রী বখাটে সাগরের প্রস্তাবে রাজি ছিলেন না। গত ৯ জুন স্কুলছাত্রীকে তার বাড়িতে একা পেয়ে দুপুর সাড়ে ১২ টার সময় আসামি ওমর ফারুক ওরফে সাগর হোসেন জোর করে ধর্ষণের চেষ্টা করে। স্কুলছাত্রীর চিৎকারের আশপাশের লোকজন ছুটে এসে বখাটে সাগরের হাত থেকে তাকে উদ্ধার করেন। ওই সময় স্কুলছাত্রীর প্রতিবন্ধি বাবা ভাঙ্গীর ব্যবসার কাজে রাজশাহীতে ও মা ভিক্ষাবৃত্তির জন্য বাড়ির বাহিরে ছিলেন। ঘটনার পর থেকে বিষয়টি ধাপাচাপা দেয়ার জন্য আসামি পক্ষের লোকজন মরিয়া হয়ে উঠেন। শুক্রবার মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওসি মোস্তাক আহম্মেদ জানান, স্কুলছাত্রীকে উদ্ধার করে পরীক্ষার জন্য হাসপাতালে ও আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।