নওগাঁর পত্নীতলায় নজিপুর নতুন হাটে অবস্থিত পাইকারী মাছ বাজারে ইজারাদারের বিরুদ্ধে ইচ্ছেমতো অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরকার নির্ধারিত টোলের চেয়ে বিভিন্ন অজুহাতে কয়েকদফা টোল আদায় করায় দুরদুরান্ত হতে মাছ বিক্রয় করতে আসা বিক্রেতাদের আনাগোনা এ হাটে কমছে। সে সাথে দিন দিন কমছে ক্রেতার পরিমাণও। এভাবে চলতে থাকতে অদূর নিকটে সুনামধন্য এই পাইকারী মাছ বাজারটি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্য ব্যবসায়ীরা।
অনুসন্ধানে জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে উপজেলা সদর নজিপুর পৌরসভার প্রাণকেন্দ্রে দোচাই মোড়ে নতুনহাট চালু হয়। আশেপাশের ১০ কিলোমিটারের মধ্যে বড় হাট না থাকায় এই হাটটি অল্পদিনেই জমে ওঠে। সেই সাথে চালু হয় পাইকারী মাছ কেনাবেচা। পতœীতলা উপজেলাটি ধামইরহাট, বদলগাছী, মহাদেবপুর, সাপাহার ও পোরশা উপজেলার মাঝখানে অবস্থিত হওয়ায় অল্পদিনেই। এই বাজার সম্প্রসারিত হয় এবং জনপ্রিয় হয়ে ওঠে। প্রতি সোমবার হাটের দিন হলেও প্রতিদিন ভোর সকাল হতে বিকেল পর্যন্ত এখানে বসে মাছের পাইকারী বাজার। দেশী-বিদেশী হরেকরকম মাছ দিনব্যাপি পাওয়া যাওয়ায় দুরদুরান্ত হতে ক্রেতা-বিক্রেতা এখানে আসে মাছ কেনা বেচার জন্য। তবে সম্প্রতি এই বৃহৎ পাইকারী মাছ বাজারকে ঘিরে ক্রেতা ও বিক্রেতার অভিযোগ বৃদ্ধি পেয়েছে। হাটের ইজারাদারের বিরুদ্ধে ত্রিমুখী টোল আদায়ের অভিযোগ করেছেন এ সকল ক্রেতা-বিক্রেতা।
সরেজমিনে শনিবার সকালে নতুনহাট মাছ বাজারে গিয়ে দেখা গেছে, সরকার নির্ধারিত টোল মণপ্রতি মাছের জন্য১০ টাকা হলেও বিক্রেতাদের কাছ থেকে মণপ্রতি মাছে ৮০ টাকা টোল আদায় করা হচ্ছে। মাছ ব্যবসায়ীদের নিকট হতে ১০ টাকার স্থলে ৫০ টাকা টোল আদায় করা হচ্ছে। ক্রেতাদের কাছ থেকে টোল আদায়ের নিয়ম না থাকলেও ইজারাদার তাদের কাছ থেকে জোর প্রতিমণ মাছ ক্রয়ের বিপরীতে ৬০ টাকা টোল আদায় করছেন। এছাড়াও মাছ বহনকারী গাড়ীর জন্য আদায় করা হচ্ছে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। নিয়মানুযায়ী বাজারের প্রকাশ্য স্থানে সরকার অনুমোদিত টোল আদায়ের তালিকা টানিয়ে দেওয়ার কথা থাকলেও তা নেই।
এ বিষয়ে মাছ বিক্রেতা শরিফুল ইসলাম, বিপ্লব কুমার, জাহাঙ্গীর, আনোয়ারসহ আরো কয়েকজন এই প্রতিবেদকের নিকট অভিযোগে জানান, মাছ বাজারের খাজনা আদায়ে বর্তমান ইজারাদার কোন নীতিমালা মানছেন না। এ বিষয়ে কোন কিছু বলতে গেলে হয়রানির শিকার হতে হয়। ইজারাদারের খামখেয়ালীপনার কারণে দিন দিন বাজারের ক্রেতা ও বিক্রেতা কমছে বলেও তারা জানান এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
নজিপুর মাছ বাজারের ইজারাদার বাদল কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত টোল আদায়ের কথা স্বীকার করে বলেন, আমি ১৪ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে মাছ বাজারটি ডেকে নিয়েছি। সরকারি মূল্যে খাজনা আদায় করা হলে অর্ধেক টাকাও উঠবে না।
এ বিষয়ে নজিপুর পৌরসভার মেয়র মো.রেজউল কবির চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মাছ বাজারে অতিরিক্ত টোল আদায়ের আমি বিষয়টি দেখবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.শরিফুল ইসলাম বলেন, নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টোল আদায় করা হলে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।