বগুড়া জেলার শাহজাহনপুরে রীতিমত ঢাকঢোল পিটিয়ে রমরমা জুয়ার আসর চলার অভিযোগ পাওয়া গেছে । স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে ক্ষমতাসিন দলীয় অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার পরক্ষ মদদে রাতে আধারে চলছে এই আসল
জানা গেছে , অতিসম্প্রতি জেলার বিভিন্ন স্থানে জুয়া ও যাত্রার অশ্লিল নৃত্য সমপর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হওয়া জেলার সদর সহ সারিয়াকন্দি ও শেরপুরে পুলিশ ঝটিকা অবিযান চালিয়ে বেশ কয়েকটি জুয়ার আসর ভেঙ্গে গুড়িয়ে দেয় । ফলে যাত্রা ও জুয়ার আসরে ভাটা পড়ে।
এদিকে অভিযোগ পাওয়া গেছে , জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা এবং পুলিশের কঠোর অবস্থানের পরও শাহজাহানপুর থানা পুলিশের উর্ধতনদের ম্যানেজ করে ক্ষমতাসিন অঙ্গ দলীয় কতিপয় নেতা পরক্ষ এবং প্রত্যক্ষ ইন্দনে শাহজাহানপুর উপজেলার দুবলাগাড়ী এলাকার দুরুলিয়া গ্রামে রীতিমত ঢাকঢোল পিটিয়ে জমজমাট জুয়ার আসর বসছে প্রতি রাতে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় , রাত গভীর হওয়ার সাথে সাথে প্রভাবশালীদের আয়োজনে এলাকায় একটি মহিলা কলেজের পাশাববর্তি স্থানে রীতিমত সামিয়ানা ট্রাংগিয়ে চালানো হচ্ছে জুয়ার আসর। রাত ভর ওই জুয়ার আসরে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসা জুয়ারুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন মাদকের সরবরাহ থাকছেই । প্রভাবশালীদের আয়োজন এবং জুয়ার আসরকে কেন্দ্র করে ওই এলাকায় রাতের বেলাতেও সরগরম থাকছে।
এব্যপারে .বগুড়া শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (সার্বিক) মুহা আজিমুদ্দিনের সাথে কথাবলা হলেও তিনি স্বাভাবিক আচরনে জানান ,কোথায় কি হচ্ছে আমি জানিনা তো । হ্যাঁ অথবা না শব্দে উত্তর প্রত্যাশা করা হলে তিনি সাফ জবাব দিয়ে বলেন না ।
অন্যদিকে এলাকাবাসী এ বিষয়ে বগুড়া পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করে বলেন , বগুড়ার পুলিশ সুপার এব্যপারে হস্তক্ষেপ না করলে তাদের নিরাপত্তা মারাত্তক ভাবে বিঘিœত হবে এবং আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হবে।
এ বিষয়ে আরো খোজ খবর করে জানা যায় , দুবলাগাড়ী এলাকার দুরুলিয়া গ্রাম ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রতিরাতেই ছোট বড় বেশ কয়েকটি জুয়ার আসর চালানো হচ্ছে নিয়মিত ভাবে ।