বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) উদ্ভাবিত আউশ ধানের আন্তবর্তিকালীন পরিচর্যা ও আমন মৌসুমের জাত পরিচিতি ও চাষাবাদ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ শুক্রবার অনুষ্ঠিত হয় । রংপুর বিনা উপকেন্দ্রের ট্রেনিং হলে দিনব্যাপী আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সরওয়ারুল হক, বিশেষ অতিথি ছিলেন বিনা মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, কৃষি মন্ত্রণালয়ের মনিটরিং কর্মকর্তা শেখ আনসার আলী, বিনা রংপুর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান মন্ডল। অনুষ্ঠনের সভাপতিত্ত্ব করেন অত্র উপকেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলী।
প্রশিক্ষনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিঁউট বিনা কর্তৃক উদ্ভাবিত “বিনাসরিষা-১৭” আমন মৌসুমে স্বল্প জীবনকালীন ও উচ্চফলনশীল হওয়ায় আগাম আমন ধান কর্তনের খুব সহজেই রবি ফসল করতে পারবে ফলে শস্য নিবিড়তা বৃদ্ধি পাবে । বিনা রংপুর তাজহাট উপকেন্দ্রের মাধ্যমে পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফল ও ফসলের জাত উন্নয়ন কর্মসূচির অর্থায়নে, রংপুর জেলার বিনা উপকেন্দ্র ট্রেনিং হলে ১০০ জন কৃষক-কৃষানীর অংশগ্রহণে আউশ ও আমন মৌসুমে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন সরিষার জাত বিনাধান-১৯, বিনাধান-৭, বিনাধান-১১, বিনাধান-১৫, বিনাধান-১৬, বিনাধান-১৭ ও বিনাধান-২০, এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।