জাম পেড়ে দেয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীর বাগমারা উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ঘটনার সত্যতা স্বীকার করায় গ্রেফতারকৃত একই এলাকার বাসিন্দা সাদেক হোসেনকে (৪২) শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দ্বীপপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘শুক্রবার সকালে ভিকটিম ওই শিশুটি বাড়ির পাশে খেলা অবস্থায় জাম পেড়ে দেয়ার প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যায় সাদেক। এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। তখন দুর থেকে তাদের কথাবার্তার শব্দে সন্দেহজনক হলে আরেক ব্যক্তি ঘটনাস্থলে যায়। এরপর শিশুটিকে জিজ্ঞাসা করলে সে ঘটনাটি বলতে শুরু করা মাত্রই সাদেক পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে সাদেককে আটকিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সাদেককে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় ওই শিশুর বাবা থানায় একটি মামলা করে। পরে সে মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরের দিকে সাদেককে আদালতে প্রেরণ করা হয়।’