এসএ পরিবহন (কুরিয়ার সার্ভিস) রংপুর থেকে ১৮৫০ বোতল স্প্রিট সহ হারুন-অর-রশীদ নামে এক ব্যক্তি আটক করা হয়। জানা গেছে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিচালক মাসুদ হোসেন ও পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে ঢাকা থেকে একটি চালানে ১৮৫০ বোতল স্প্রিট ও গোপালপুর শ্যামপুরের মৃত. আব্দুল করিমের পুত্র হারুন-অর-রশীদকে আটক করে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। এ ব্যাপারে ২০১৮ অনুসারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরপিএমপি কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।