পাবনার বেড়ায় বজ্রপাতে এক স্কুল ছাত্রীসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আগবাকশোয়া হঠাৎপাড়ায় মাঠে কাজ করতে গিয়ে আগবাকশোয়া গ্রামের জিনাত প্রামানিকের ছেলে মান্নান প্রাং (৫৮), হবিবর প্রামানিকের ছেলে সালাম প্রাং (৫০), মনসের সেখের ছেলে আনসার সেখ (৬০) এর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহতরা সবাই বাড়ির পাশের মাঠ থেকে গরুর জন্য ঘাষ কেটে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে ওই দিন বিকেল ৩টার দিকে একই উপজেলার চর বোরামারা গ্রামে তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুন বাড়ির পাশের মাঠে পরিবারের অন্যান্যদের সাথে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে আহত হয়। আহতাবস্তায় তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাছিমা খাতুন নতুনভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
একই দিনে ৪ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।