বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মুজাহার হওলাদার (৮৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কালাম চাপরাসী ও তার সন্ত্রাসী বাহিনীরা। প্রত্যক্ষদশীরা জানান উপজেলার কেদারপুর ইউনিয়নের উত্তর ভূতেরদিয়া গ্রামে কালাম চাপরাসীর সঙ্গে বেশ কিছুদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে কালাম চাপরাসী ও হাবিব হাওলাদারের সঙ্গে সংর্ঘষ বাধলে কালাম চাপরাসীসহ তার সন্ত্রাসী বাহিনী হামলা চালালে হাবিব হাওলাদারের ছেলে মোঃ সজিবের মাথা ফাটিয়ে জখম করে। এ সময় সজিবের চাচা মুজাহার ভাই ও ভাইয়ের ছেলেকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা বৃদ্ধ মুজাহারকে ধাক্কা দিলে মুজাহার মাঠিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা মুজাহারকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পর মুজাহারের মৃত্যু হয়। সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪জনকে গ্রেফতার করেন। ঘ্রেফতারকৃতরা হলো মোঃ কালাম চাপরাসী(৫৫) তার ভাইয়ের ছেলে মোঃ রিপন(২৫) মোঃ রোকন(২৮) মোঃ খোকন(৩০)।