ইদানীং দেশীয় চলচ্চিত্রের বড় খরা হলো নায়িকা সংকট। নতুন কোনো চলচ্চিত্র নির্মাণে পরিচালকদের ঢাক-ঢোল বাজলেও শেষ পর্যন্ত তাদের বড় বিপাকে পড়তে হয়। বর্তমান চলচ্চিত্র নির্মাণের জন্য সব কিছু গোছানো পর্যন্ত নায়িকা হিসেবে গুনতে হয় এই হালের নায়িকাদের। জানামতে গতকয়েক মাস ধরেই চিত্রনায়িকা মাহিয়া মাহীর হাতে নেই নতুন কোনো ছবি। চাহিদা থাকা সত্ত্বেও কেন তার হাতে নতুন ছবি নেই? এ নিয়ে তিনি কিছু বলছেন না। সম্প্রতি তার ফেসবুকের ভেরিফাইট পেজ হ্যাক করে একটি অশ্লীল ভিডিও ছাড়া হয়! সেটি নিয়েও তাকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি।
তাহলে কী এই চিত্রনায়িকা চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন? নাকি নতুন ধামাকা হিসেবে সব কিছু জমিয়ে রাখছেন। তবে একটি বিশ্বস্তসূত্রে জানা যায়, অনেকদিন ধরেই মাহী বিয়ে-শাদি আর স্বামীর সংসারের কারণে চিত্রজগৎ থেকে একটু দূরে আছেন। এ ছাড়াও তিনি রাজশাহীতে একটি ডুপেস্নক্স বাড়িও করছেন। তবে নায়িকা সংকটের এই সময়ে চলচ্চিত্রের পাশে তার সরব উপস্থিতি থাকা উচিত বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে মাহী বলেন, আপাতত ঈদের ছুটিতে আছি। ঈদের পরে মোস্তাফিজুর রহমান মানিকের 'আনন্দ অশ্রম্ন' এর শুটিং শুরু করব। যদিও পরিচালকের সিডিউলের তারিখ আমি পাইনি। সিডিউলের তারিখ হাতে পেলেই ছবিটির বাকি কাজ শেষ করব। আগামি ১৯ জুলাই আমার অভিনীত 'অবতার' ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ভালো গল্প পেলে আমি অবশ্যই কাজ করতে আগ্রহী আছি।'
গত বছর কুরবানির ঈদে মাহির জান্নাত ছবিটি মুক্তি পেলেও এবারের ঈদে মাহির কোনো ছবি মুক্তি পায়নি। চলতি বছরে তার অন্ধকার জগৎ ছবিটি মুক্তি পেলেও তেমন দর্শক সাড়া মেলেনি।
উলেস্নখ্য, জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ২০১২ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি গড়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এই জুটি পরপর কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে সবার নজরে আসেন। শুধু তাই নয়, এই জুটির বাইরেও এই হালের নায়িকা একাধিক ছবি উপহার দিয়েছেন। এর মধ্যে উলেস্নযোগ্য 'অগ্নি', 'পোড়ামন' অন্যতম।