বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আবদুল করিম। গত ১৬ই মে তিনি প্রতিষ্ঠানটির এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন। গতকাল বিকেলে তিনি নির্মাতা দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ নামে নতুন ছবি আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন। এর আগে আবদুল করিম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এফডিসির এমডি হিসেবে নতুন দায়িত্ব লাভের পর আবদুল করিম বলেন, অনেকেই বলে থাকে এফডিসি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। ব্যক্তিগত মতামত, যা হওয়ার হয়ে গেছে। অতীতে কারা কী করেছেন সেগুলো ফেলে নতুন করে এগুতে চাই। একজন পরিণত মানুষের যে আচরণগুলো থাকা বিদ্যমান এফডিসিতে আগামীতে ঠিক পরিণত আচার ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান আবদুল করিম।
উল্লেখ্য, এর আগে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন লক্ষণ চন্দ্র দেবনাথ।