দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জন বহুল ভাদুরিয়া বাজারের রাস্তা দীর্ঘদিন যাবত বেহাল দশায় জনদূর্ভোগে পরিণত হলেও তা যেন দেখার কেউ নাই। দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ উপজেলাধীন ভাদুরিয়া একটি প্রাচীন স্থান। এখানে সপ্তাহে ২ দিন হাট বসে। এছাড়াও প্রতিদিন বসে বাজার। বলতে গেলে সেখানে এতটাই জন সমাগম ঘটে যে কোন দিন হাট বার আর কোন দিন বাজার তা বুঝে উঠাই মুশকিল। বাজারের উপর দিয়ে রাস্তায় প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। ওই বাজারের চারমাথা থেকে পূর্ব ও পশ্চিম দিকে এবং নবাবগঞ্জ যেতে রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। যেখানে একটু বৃষ্টিতেই পানি জমে যায়। জমানো পানি এবং খানাখন্দের কারনে জন সাধারনের চলাচল সহ যানবাহন চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানালেন তিনি একটি অনলাইনে দেখেছেন একজন স্থানীয় জন প্রতিনিধি বলেছেন যে ভাদুরিয়া ইউনিয়নকে মডেল হিসাবে গড়ে তোলা হবে। কিন্তু ইউনিয়নকে মডেল তো দুরের কথা বাজারেই চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ভাদুরিয়া বাজারের ব্যবসায়ী গোলাম আযম মুনির জানালেন বাজারের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাদের ভাষায় এই সড়কে সকল শ্রেণীর কর্মকর্তা এবং জন প্রতিনিধিদের যাতায়াত আছে। সমস্যাটি কি তাদের কারো নজরেই পড়ে নাই? চোখে পড়ে নাই কি ব্যােেঙর ছাতার মত গজে উঠা কলম সৈনিকদেরও ? এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, ওই রাস্তার কাজের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে, অবিলম্বে কাজের টেন্ডার আ্হববান কররা হবে।