শ্যামনগর উপজেলা সদরে বড় ভাই এর বাড়িতে কাজ শেষে গুমঘাট গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে দুবৃর্ত্তদের হাতে হামলার শিকার হয়েছে আব্দুল বারী নামের এক ব্যক্তি। তিনি ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের মৃত দিনদার গাজীর ছেলে এবং শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অধ্যাপক নজরুল ইসলামের চাচাত ভাই। তার দুই ছেলে ঢাকা এবং ময়মনসিংহ এলাকায়র ভিন্ন ভিন্ন দুটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। ঘটনাটি ঘটে বুধবার বেলা নয়টার দিকে উপজেলা সদরের সোনারমোড় এলাকায়।
হামলার শিকার আব্দুল বারি জানান সকালে তার ভাইয়ের শ্যামনগর সদরের বাড়ি থেকে কাজ মিটিয়ে নিজ মটর সাইকেলযোগে ধুমঘাট গ্রামের বাড়িতে ফিরছিলেন। এক পর্যায়ে সোনারমোড় এলাকায় পৌছালে ইসমাইলপুর এলাকার কিছু চিহ্নিত দুবৃর্ত্ত তার গতিরোধ করে টেনে হেঁচড়ে পাশের একটি কাঠের দোকানের ভিতর নিয়ে মারধর করে।
বিষয়টি তিনি তাৎক্ষনিক তাদের প্রাক্তন চেয়ারম্যানসহ পরিবারের সস্যদের অবহিত করেন বলেও জানান।
তিনি আরও জানান পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে তিনি আইনের আশ্রয় চাইবেন।
তাকে মারপিটের কারন হিসেবে উল্লেখ করতে গিয়ে আব্দুল বারি জানান তিনি নাকি কোন এক সময় কাউকে গালি দিয়েছিলেন এমন অভিযোগ এনে তার উপর এমন নাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। তবে মুলত তাদের এলাকার একটি মাদ্রাসার নিয়ন্ত্রনকে কেন্দ্র করে ঐ হামলার ঘটনা হয়েছে বলে তিনি দাবি করেন।