খুলনার বহুল প্রচারিত খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টনকে হয়রানিমূলক মামলায় গ্রেফতার করায় দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি দেয়ার দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি আবু হুরাইরা, সহসভাপতি রশিদুল আলম, সহ-সভাপতি জগন্নাথ মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য্যনির্বাহী সদস্যদের মধ্যে সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, আবদুল আলিম মিঠু, এম.এ মামুন, জি.এম আব্বাসউদ্দীন প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে খুলনাঞ্চল সম্পাদকের মুক্তির দাবী জানিয়েছেন।