তালা উপজেলার জুজখোলা আমতলাডাঙ্গা বিলে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৩টায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় ২৫টির বেশি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক রোদ কাদা উপেক্ষা করে দৌড় উপভোগ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার,মিনিষ্টার মাইওয়ান সাতক্ষীরা রিজোনাল ম্যানেজার হাসানুর রহমান,পাটকেলঘাটা থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল ইসলাম রেজা,পাটকেলঘাটা হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আবদুল হাই,লোকনাথ নাসিংহোমের পরিচালক পুলক কুমার পাল। চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুরাজ্জাক,হাফিজুর রহমান,মফিদুল ইসলাম,শিক্ষক ওলিউর রহমান প্রমুখ।