ভারতের বিশ্বকাপ দলে ঋষভ পন্তকে না দেখে চমকে গিয়েছিলেন সবাই। দুর্দান্ত ফর্মে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান কীভাবে দলে সুযোগ না পান, সেটি অনেকেই ভেবে পাননি। পন্তের জায়গায় অভিজ্ঞ দিনেশ কার্তিকের ওপর ভরসা রেখেছিল ভারতীয় ম্যানেজমেন্ট। কিন্তু বিশ্বকাপে এখনো পর্যন্ত খেলার সুযোগ হয়নি কার্তিকের। তবে শিখর ধাওয়ানের চোট পন্তকে বিশ্বকাপ দলের কাছাকাছি থাকার সুযোগটা অন্তত করে দিচ্ছে। ভারতের বিশ্বকাপ দলে ঋষভ পন্তকে না দেখে চমকে গিয়েছিলেন সবাই। দুর্দান্ত ফর্মে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান কীভাবে দলে সুযোগ না পান, সেটি অনেকেই ভেবে পাননি। পন্তের জায়গায় অভিজ্ঞ দিনেশ কার্তিকের ওপর ভরসা রেখেছিল ভারতীয় ম্যানেজমেন্ট। কিন্তু বিশ্বকাপে এখনো পর্যন্ত খেলার সুযোগ হয়নি কার্তিকের। তবে শিখর ধাওয়ানের চোট পন্তকে বিশ্বকাপ দলের কাছাকাছি থাকার সুযোগটা অন্তত করে দিচ্ছে। রোহিতের সঙ্গে ধাওয়ানের রসায়ন বেশ পুরোনো। অস্ট্রেলিয়ার বিপক্ষের সেঞ্চুরি ছাড়িয়েছিল ওপেনিং জুটি। ওয়ানডেতে এটি ছিল এ দুজনের ১৬তম সেঞ্চুরি পার্টনারশিপ। রোহিত-ধাওয়ান জুটিকেই ২০১৯ বিশ্বকাপের সেরা উদ্বোধনী জুটি মনে করেন ক্রিকেটবোদ্ধারা। এ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মেও ছিলেন ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এ জুটি আর পাচ্ছে না ভারত। গত ম্যাচে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের এক বাউন্সারে বুড়ো আঙুলে ব্যথা পান ধাওয়ান। পরে ফিল্ডিং করতেও নামেননি মাঠে। বিসিসিআই জানিয়েছে, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতেই হচ্ছে ভারতীয় এই ওপেনারকে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস উদ্বোধন করার জন্য লোকেশ রাহুলকেই বেছে নিতে হবে ভারতকে।