পাকিস্তানের বানানো এক বিজ্ঞাপন নিয়ে রীতিমত যুদ্ধ লেগে গেছে ভারত-পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। সেই লড়াইয়ে নাম লেখালেন ভারতের টেনিস কন্যা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। তবে পক্ষে নয়, বিজ্ঞাপন নির্মাতাদের একহাত নিয়েছেন তিনি! ইংল্যান্ড বিশ্বকাপের বহু কাক্সিক্ষত দ্বৈরথে ১৬ জুন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেই ম্যাচকে কেন্দ্র করে ৩৩ সেকেন্ডের একটা বিজ্ঞাপনী ক্লিপ তৈরি করেছে পাকিস্তানি টেলিভিশন নেটওয়ার্ক জাজ। বিমান হামলায় পাকিস্তানে আটক ও পরে ফিরে আসা ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানের মতো দেখতে এক মডেলকে নিয়ে তৈরি ওই বিজ্ঞাপন এখন বোমা হয়ে ফাটছে দুদেশের নেট দুনিয়ায়! অবশ্য বিজ্ঞাপন যুদ্ধ শুরু করেছিল ভারতই। ২০১৫ বিশ্বকাপ ঘিরে নির্মিত বহু আলোচিত-সমালোচিত বিজ্ঞাপন ‘মওকা মওকা’র আদলে আরেকটি বিজ্ঞাপন নির্মাণ করে ভারতের স্টার স্পোর্টস। যে বিজ্ঞাপনে ভারতীয় দলের শ্রেষ্ঠত্বের নানা দিক তুলে ধরা হয়। সেটি নিয়েও শুরু হয়েছে তুমুল সমালোচনা।
নিজ দেশের এবং স্বামীর দেশের বিজ্ঞাপন লড়াই দেখে বেশ বিরক্ত সানিয়া। কারও পক্ষ না নিয়ে এ টেনিস সেনসেশন টুইটারে উল্টো ধুয়ে দিয়েছেন বিজ্ঞাপন নির্মাতাদের, ‘দুই সীমান্তের এপার-ওপার বিব্রতকর সব বিজ্ঞাপন। সত্যি বলছি, এই ম্যাচ নিয়ে জঘন্য সব বিষয় দিয়ে অহেতুক উত্তেজনা বাড়ানো কিংবা বিজ্ঞাপন তৈরি করার কোনো মানে নেই। যথেষ্ট হয়েছে। এটা কেবলই ক্রিকেট ম্যাচ। যারা ক্রিকেটকে বেশিকিছু মনে করে, তারা হয় আবেগ নিয়ন্ত্রণ করো নয়তো অন্যকিছু নিয়ে ভাবো!’