দিনাজপুরের চিরিরবন্দরে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে মোস্তাকিম হোসেন নামে একজনকে পুলিশে সোর্পদ করেছে।
গণধোলাইয়ের শিকার মোস্তাকিম হোসেন (৫০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১১জুন বিকেলে চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে মুন্সিপাড়ায় ঘটেছে এ ঘটনাটি।
অভিযুক্ত মোস্তাকিম হোসেন চিরিরবন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে।
জানা যায়, ১১জুন বিকেলে শিশু মেয়েটি বাড়ির সামনে খেলা করতেছিল। পূর্ব পরিচয়ের সুত্র ধরে মোস্তাকিম হোসেন মেয়েকে ফুসলিয়ে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটি চিৎকার করে। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোস্তাকিমকে আটক করে গণধোলাই দেয়। এ সময় মেয়েটি উপস্থিত সকলকে ঘটনার বিস্তারিত জানায়। এতে স্থানীয় লোকজন মোস্তাকিমকে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করে।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, শিশুটিকে তার পরিবারের লোকজন বিকেল ৬টায় শিশুটিকে গোসল করিয়ে স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসেন। এ সময় শিশুটি ভীত সন্ত্রস্থ ছিল। ধর্ষণের আলামত না থাকলেও ধর্ষণ চেষ্টা হতে পারে।
চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম শিশুটিকে হাসপাতালে দেখতে যান। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলেই ধর্ষণচোষ্টাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।